অ্যাসোসিও সম্মাননা পেল বাংলাদেশ

এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) আয়োজিত ‘অ্যাসোসিও ডিজিটাল সামিট ২০২৪ টোকিও’ পর্বে দুটি ক্যাটেগরিতে সম্মাননা অর্জন করেছে দেশের দুই প্রযুক্তি প্রতিষ্ঠান।

বাংলাদেশ থেকে আউটস্ট্যান্ডিং টেক অর্গানাইজেশন বিভাগে রাইজআপ ল্যাবস ও ইমার্জিং ডিজিটাল সল্যুশন অ্যান্ড ইকোসিস্টেম বিভাগে ইগরুট লিমিটেড সম্মাননা পেয়েছে।

জাপানের রাজধানী টোকিও শহরে আয়োজিত চলতি বছরের অ্যাসোসিও ডিজিটাল সামিটের দ্বিতীয় দিন অ্যাওয়ার্ড নাইটে অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ড. ব্রায়ান সিন।

অ্যাসোসিওর আজীবন সম্মানিত চেয়ারম্যান ও সাবেক বিসিএস সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি ছাড়াও অ্যাসোসিওর কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে সম্মাননা প্রদান অনুষ্ঠানে ১৩টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। আমন্ত্রিত ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। এশিয়া-ওশেনিয়ান অঞ্চলের সবকটি দেশের অ্যাসোসিও প্রতিবছর এ পুরস্কারের আয়োজন করে। উল্লিখিত অঞ্চলের জন্য তথ্যপ্রযুক্তি খাতে এটি সম্মাজনক পুরস্কার হিসেবে বিবেচিত।

বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের এশিয়ান-ওশেনিয়ান অঞ্চলের সংগঠন অ্যাসোসিওর একমাত্র সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি বলেন, বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রকাশ পেয়েছে। বৈশ্বিক আসরে বিসিএস ছাড়াও দেশের সবকটি তথ্যপ্রযুক্তি সংগঠনের ভূমিকা প্রশংসিত হয়।

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের কারণে কয়েকটি প্রকল্পকে অ্যাসোসিওর এই সম্মাননার জন্য প্রতিবছর বিসিএস চূড়ান্ত মনোনয়ন করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews