চীনের একটি পার্কে ছুরিকাঘাতে যুক্তরাষ্ট্রের আইওয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চার প্রশিক্ষক আহত হয়েছেন। গতকাল সোমবার চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের একটি পাবলিক পার্কে এক ব্যক্তি ছুরি নিয়ে এই হামলা চালান বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
আইওয়ার প্রতিনিধি পরিষদের সদস্য অ্যাডাম জাবনার রয়টার্সকে বলেন, আহত চার প্রশিক্ষকের মধ্যে তাঁর ভাই রয়েছেন। তিনি বলেন, ‘আমার ভাই ডেভিড জাবনার জিলিন শহরে একটি মন্দির পরিদর্শনের সময় ছুরি হামলায় হাতে জখম হয়েছেন।’
অ্যাডাম জাবনার জানান, ওই প্রশিক্ষকেরা বেইশান পার্কে একটি মন্দির পরিদর্শন করছিলেন। তখন এক ব্যক্তি ছুরি নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলার কারণ জানা যায়নি।