মুক্ত আলোচনায় অংশ নিয়ে এনবিআরের সাবেক সদস্য আলমগীর হোসেন বলেন, আমলাতন্ত্রে আমূল পরিবর্তন আনতে হবে। দেশের মধ্যে সরকারি কর্মচারীরা নিজেদের সবচেয়ে পণ্ডিত মনে করেন। তবে কাকে কোথায় বসাতে হবে, তাঁরা সেটা জানেন না। ফলে নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনা দরকার। তিনি বলেন, অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করার জন্য অপেক্ষায় আছেন। তবে এখন রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। না হলে বিনিয়োগকারীরা বেশি দিন অপেক্ষা করবেন না; তাঁরা অন্য দেশে চলে যাবেন।