ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের কোচ রাহুল দ্রাবিড় অন্যদের তুলনায় বেশি বোনাস নিতে অস্বীকৃতি জানিয়েছেন। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ দ্রাবিড়ের জন্য পাঁচ কোটি রুপি বোনাস বরাদ্দ করেছিল। আর সহকারী কোচ হিসেবে থাকা অন্যদের জন্য বরাদ্দ রাখা হয় আড়াই কোটি রুপি করে।

তবে কোচিং স্টাফের অন্যদের চেয়ে বাড়তি বোনাস নেবেন না বলে জানিয়ে দিয়েছেন দ্রাবিড়। বাকিদের মতো তিনিও আড়াই কোটি রুপিই নেবেন। গত ২৯ জুন বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। ট্রফি জয়ের পর প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেন দ্রাবিড়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews