ঢাকা: অর্থনীতিতে মিডিয়া ট্রায়ালের প্রভাব প্রসঙ্গে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, মিডিয়া ট্রায়াল শুধু কাউকে হেয় প্রতিপন্নই করে না, অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব নানামুখী। মিডিয়া ট্রায়ালের লক্ষ্যবস্তু যদি কোনো ব্যবসায়ী হন, তবে এটা তার ব্যবসাবাণিজ্যে ধস নামিয়ে দিতে পারে।



মতিউর রহমান চৌধুরী বলেন, যারা টাকা পাচার করে, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, যারা লুটের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কারও ক্ষতি করা কাম্য নয়। আমাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে। তাই অনেক সময় যাচাইবাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করে ফেলি। কিন্তু ওই সংবাদের প্রভাব নিয়ে ভাবি না।  

তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনে’র সময় আমরা মিডিয়া ট্রায়ালের পরিণতি দেখেছিলাম। দেশের ব্যবসাবাণিজ্যে ধস নেমেছিল। অনেক মানুষ কর্মহীন হয়েছিল। যদিও আখেরে দেখা যায় ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কিছুই করা হয় না বা করা যায় না। কিন্তু মিডিয়া ট্রায়ালের কারণে অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে, তার প্রভাব বইতে হয় দীর্ঘদিন। এতে করে সৎ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। নতুন কোনো ব্যবসায় তারা আগ্রহী হন না। বিদেশি বিনিয়োগকারীরা ফিরে যায়। নতুন বিনিয়োগ আসে না। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়।  

এক্ষেত্রে খবর প্রকাশে আমাদের মিডিয়াকেও সতর্ক হতে হবে। মিডিয়ার দায়িত্ব প্রকৃত সত্য খুঁজে বের করা।

সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪

এসআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews