ব্রাইটনের কাছে ম্যানচেস্টার সিটি হারার পরেই এ সপ্তাহে প্রিমিয়ার লীগ পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা নিশ্চিত হয় লিভারপুলের।তবে অলরেডসদের সামনে সুযোগ ছিল অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেওয়ার।নুনেজ-দিয়াসের নৈপুণ্যে জিতে সেই সুযোগ হাতছাড়া হয়নি ইয়োহেন ক্লপের শিষ্যদের।
অ্যানফিল্ডে শনিবার প্রিমিয়ার লীগের ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। ৬৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখা স্বাগতিকদের প্রথমার্ধে এগিয়ে দেন দারউইন নুনেজ।একাধিক ব্যর্থ প্রচেষ্টার পর ম্যাচের শেষদিকে ব্যবধান দিগুণ করেন মোহাম্মদ সালাহ।
এ নিয়ে ঘরের মাঠে টানা সাত ম্যাচ অপরাজিত রইল অলরেডসরা।অন্যদিকে দুই মৌসুম পর লীগে টানা চার ম্যাচে হারাল অ্যাস্টন ভিলা।
এই জয়ে ১১ ম্যাচে ৯ জয় নিয়ে লিভারপুলের পয়েন্ট এখন ২৮। টানা তিন ম্যাচ হারা সিটি সমান সংখ্যক ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে।