ব্রাজিল তাদের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে ইতালিয়ান কার্লো আনচেলত্তিকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে মুখ খুলেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। মঙ্গলবার তিনি বলেছেন, ব্রাজিলের জাতীয় দল চালানোর জন্য বিদেশি কোচের প্রয়োজন নেই।

রিয়াল মাদ্রিদের সাবেক কোচ আনচেলত্তি সোমবার আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে নিযুক্ত হন। ১৯৬৫ সালের পর এই প্রথমবারের মতো ব্রাজিল দলের কোচ হলেন কোনো বিদেশি। চীনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুলা বলেন, ‘সত্যি বলতে, আমি এটা নিয়ে বিদেশি হওয়ার কারণে কিছু মনে করি না… কিন্তু আমি মনে করি, আমাদের দেশে এমন কোচ আছে যারা সেলেসাওকে চালাতে সক্ষম।’

লুলা একজন খেলাপ্রেমী প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। আগেও তিনি আনচেলত্তিকে নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। ২০২৩ সালে লুলা বলেছিলেন, ‘সে কখনোই ইতালির জাতীয় দলের কোচ ছিল না… তাহলে সে নিজের দেশের সমস্যা আগে সামলাক, যারা কিনা ২০২২ বিশ্বকাপেও খেলতে পারেনি।’

তবে এবার আনচেলত্তির নিয়োগের পর তিনি বলেন, ‘সে একজন চমৎকার ট্যাকটিশিয়ান। আমি আশা করি সে ব্রাজিল দলকে সাহায্য করতে পারবে, আগে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করতে হবে, তারপর যদি সম্ভব হয় তবে জিততেও।’

ব্রাজিল বর্তমানে ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকান অঞ্চলের বাছাই পর্বে চতুর্থ স্থানে আছে। তারা ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডরের পেছনে অবস্থান করছে।

২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। এই অঞ্চলের শীর্ষ ছয় দল পাবে বিশ্বকাপে খেলার টিকিট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews