শেখ হাসিনা রোববার ভার্চুয়ালি বক্তব্য দেবেন

আগামী রোববার তিনটি পৃথক কর্মসূচিতে বক্তব্য দেবেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এই বক্তব্য দেবেন। দলীয়প্রধানের বক্তব্য শুনতে দেশবাসী ও দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।  

কয়েক দিন আগে ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো থেকে প্রচার করা হচ্ছিল, ১৯ জানুয়ারি রোববার ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা জাতির উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে  বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেখ হাসিনা নিয়মিত বিরতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে বক্তব্য ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছেন। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ, সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ আফ্রিকা এবং রাত সাড়ে ৯টায় ফ্রাঙ্কফুর্ট (জার্মানি) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেবেন।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews