দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৮ জানুয়ারি) জানিয়েছে, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন এই দর আজ সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাজুস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মাত্র দুদিন আগেই গত ২৬ জানুয়ারি সোনার দাম বৃদ্ধি করা হয়েছিল, যা আজ আবারও বৃদ্ধি পেয়ে নতুন মাইলফলক স্পর্শ করল।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকায় বিক্রি হবে।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকায় দাঁড়িয়েছে। তবে ক্রেতাদের সোনা কেনার সময় এই মূল্যের সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি প্রদান করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির এই হার ভিন্ন হতে পারে বলে বাজুস স্পষ্ট করেছে।
চলতি বছরের প্রথম মাসেই সোনার দাম মোট ১৫ বার সমন্বয় করা হলো, যার মধ্যে ১২ বারই দাম বাড়ানোর পথে হেঁটেছে বাজুস। গত বছর অর্থাৎ ২০২৫ সালেও সোনার বাজারে অস্থিরতা ছিল চরমে, যেখানে ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল এবং তার মধ্যে ৬৪ বারই ছিল মূল্যবৃদ্ধির ঘটনা।
বিশ্ববাজারে সম্প্রতি সোনার দাম প্রতি আউন্স ৫ হাজার ২০০ ডলারের মাইলফলক অতিক্রম করার সরাসরি প্রভাব বাংলাদেশের বাজারে পড়ছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন। ক্রমাগত দাম বাড়ার ফলে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই মূল্যবান ধাতু।
সোনার দাম হু হু করে বাড়লেও দেশের বাজারে রুপার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৭ হাজার ৭৫৭ টাকায় অপরিবর্তিত আছে, যা রুপার ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড হিসেবে টিকে আছে। চলতি বছর রুপার দামও ১১ বার সমন্বয় করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডলারের দুর্বলতা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনা ও রুপার চাহিদা বিশ্বজুড়ে বেড়েই চলেছে, যার ফলশ্রুতিতে স্থানীয় বাজারেও এই অস্থিরতা বজায় রয়েছে।