কারাগারে থেকেও প্রেমে ভাটা পড়েনি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখরের। সেখান থেকেই প্রেয়সীর জন্য প্রেমের বার্তা পাঠিয়েছেন তিনি। নতুন বছরের শুরুতেও সেই ধারা বজায় রেখেছেন সুকেশ। চিঠি লিখে পাঠালেন তার ‘বেবি গার্ল’কে। চিঠিতেই নিজের প্রেম প্রমাণ করার অঙ্গীকার করলেন সুকেশ।

অভিনেত্রী জ্যাকুলিনকে অসংখ্য সোহাগী নামে ডাকেন সুকেশ চন্দ্রশেখর। এক চিঠিতে তিনি লিখেছেন— ২০২৫, এই নতুন বছরের সংখ্যা হলো ৯। এটাই আমাদের বছর। এ বছরেই তোমার প্রতি আমার প্রেম প্রমাণ করে দেখাব। প্রেমের সবচেয়ে বড় চমক এ বছরই দেব তোমাকে। গোটা বিশ্ব ভাবে— আমি প্রেমে মত্ত এবং প্রেম খুব ভয়ঙ্কর। তাদেরও আমি অবাক করব।

আপাতত প্রতারণার অভিযোগে জেলে আছেন সুকেশ। যদিও তার দাবি, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আর প্রথম থেকেই জ্যাকুলিনের সঙ্গে সম্পর্কে থাকার দাবি করে এসেছেন তিনি। সুকেশ  বলেন, কোনো সন্দেহ নেই, আমি তোমায় নিয়ে মত্ত। তুমিই তো বলতে— আমাদের প্রেম পুরোনো দিনের মতো। সত্যিই ভালোবাসলে পরস্পরের প্রেমে ডুবে থাকতে হয়।

এর আগে গত বড়দিনেও জ্যাকুলিনের জন্য ‘সান্তা’ রূপে উপহার পাঠিয়েছিলেন সুকেশ। বড়দিন উপলক্ষ্যে প্রেমিকাকে আস্ত একটি আঙুরের বাগিচা উৎসর্গ করেছিলেন তিনি।

উল্লেখ্য, আজ ১০ জানুয়ারি অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের ‘ফতেহ’ ছবিটি মুক্তি পাচ্ছে। প্রেয়সীর ছবি দেখার জন্য উদ্গ্রীব সুকেশ চিঠিতে লিখেছেন— এই সম্পর্কের জন্য তোমাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছে। আমার জন্য অনেক সইতে হয়েছে, তার জন্য আমি দুঃখিত। এবার সব ভালো হবে। ২০২৫-এ আমরা নতুন করে সব শুরু করব। কথা দিচ্ছি— ২০২৫-এ আমরা দুজনই নিজেদের গর্বিত করব।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews