বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া বাংলাদেশ ও দেশের মানুষকে শুধু দিয়েছেন। আর শেখ হাসিনা দেশের মানুষের সম্পদ লুট করেছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমানের নাম সবজায়গা থেকে মুছে ফেলতে চেয়েছিল স্বৈরাচার হাসিনা। এমনকি বাচ্চাদের পাঠ্যবই থেকেও মুছে ফেলেছিল। জিয়া বাংলাদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে বিরাজ করছে। তাকে মানুষের মন থেকে মুছে ফেলা যাবেনা। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জিয়াউর রহমান বাংলাদেশে প্রথম গণতন্ত্র ফিরিয়ে আনলেন। একদলীয় থেকে বহুদলীয় রাজনীতি শুরু করলেন। আপনারা ১৬ বছর জিয়াউর রহমানের নাম শোনেননি। আজ একটু বলি শোনেন, কেন আমরা জিয়াউর রহমানের দল করি। জিয়াউর রহমান ৭১-এ, ৭৫- দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশের মানুষকে বাংলাদেশী হিসেবে বিশ্বে পরিচিত করিয়েছেন। এই বাংলাদেশে যা অর্জন আছে তা সবই বিএনপি ও জিয়া পরিবারের বলেও মন্তব্য করেন এই নেতা।

জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী শেখ কুদরত-ইএলাহীর সঞ্চালনায় ও সভাপতি অধ্যাপক আবু হাসিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসনাত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রুমানা মোর্শেদ কনকচাঁপা। 

আলোচনা সভা শেষে শিশুদের মাঝে নানান প্রতিযোগিতার জন্য পুরষ্কার বিতরণ করা হয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews