বলিভিয়ার পোটোসি বিভাগে একটি স্বর্ণ খনিতে ধসের ঘটনায় অন্তত পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার আমাইপাম্পা খনিতে ভূমিধসের ফলে এ মৃত্যুর ঘটনা ঘটে।

পোটোসির পুলিশ কমান্ডার ফার্নান্দো বেনিতেজ সাংবাদিকদের বলেন, খনির ভেতর ভূমিধসের ফলে শ্বাসরোধ হওয়ার কারণে ওই পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

তিনি আরও বলেন, “আমরা ধারণা করছি- পাহাড়ের একটি অংশ ধসে পড়ার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।”

আমায়াপম্পা স্থানটি পোটোসির বৃহত্তম সোনার খনি। খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন বলিভিয়ান মাইনিং করপোরেশন (কোমিবল) দ্বারা একটি উন্মুক্ত খনি হিসেবে পরিচালিত হয়।

এটি পোটোসিতে ৪ হাজার মিটার (১৩,১০০ ফুট) এরও বেশি উচ্চতায় অবস্থিত, যা লা পাজ থেকে প্রায় ৫৭৮ কিলোমিটার (৩৬০ মাইল) দক্ষিণে অবস্থিত।

পুলিশ জানিয়েছে, নিহতরা কমিবলের নিয়মিত কর্মচারী ছিলেন না। তবে তাদের ঐতিহ্যবাহী ‘পাকোমা’ বা অবশিষ্ট আকরিক সংগ্রহের জন্য সরকারি অনুমতি ছিল।

বেনিতেজ বলেন, এই দুর্ঘটনার ফলে পোটোসিতে খনির ঘটনায় চলতি বছর রিপোর্ট লেখা পর্যন্ত মৃতের সংখ্যা ৭৩ জনে দাঁড়িয়েছে।

গত মার্চ মাসে লা পাজ শহরের একটি খনি ধসে পাঁচ জন শ্রমিক মারা গেছে। সূত্র: দ্য নিউজিল্যান্ড হেরাল্ড, এএফপি

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews