প্রোটিয়াদের দ্রুত অলআউটের অভিযানে মাঠে বাংলাদেশ

আলোকস্বল্পতার কারণে প্রথম দিনের খেলা ১৫ মিনিট আগেই শেষ করা হয়। দ্বিতীয় দিনের খেলাও শুরু হয়েছে ১৫মিনিট আগে। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। এখনও ৪ উইকেট আছে প্রোটিয়াদের।

প্রথম দিনের খেলা শেষে প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা বলেছেন, প্রথম ইনিংসে অন্তত ১০০ রানে এগিয়ে থাকতে পারলে তাদের জন্য ভালো হবে। আর যত দ্রুত সম্ভব দক্ষিণ আফ্রিকাকে অলআউট করার অভিযানে নামবে বাংলাদেশ।

এর আগে প্রথম ইনিংসে ৪০.১ ওভারে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। যদিও প্রথম দিন শেষে ব্যাটিং ব্যর্থতা আড়াল করে পাদপ্রদীপের সব আলো কেড়ে নেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পাঁচ উইকেট শিকার করে, ২০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়ে। ব্যক্তিগত এই প্রাপ্তিতেই প্রথম দিনের বিকেলটা ছিল কিঞ্চিৎ রঙিন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews