এ ছাড়া ওই চিঠি টাইপ করে কৌশলে ওই কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষর করানোর অপরাধে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
একাধিক সূত্রে জানা যায়, ২০ মার্চ গাজীপুর সিটি করপোরেশনের সচিব নমিতা দের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে মসজিদগুলোতে শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং চিঠি থেকে শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেওয়া হয়।