দেশের চলমান তীব্র রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার কারণে আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (REHAB) তাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে ফ্ল্যাট/প্লট হস্তান্তর এবং প্রকল্প সমাপ্তির সময়সীমা ৩০ দিনের পরিবর্তে ১০ মাস পর্যন্ত বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিকভাবে, ২৮ নভেম্বর রিহ্যাবের পক্ষ থেকে একটি চিঠিতে সদস্যদেরকে ১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ৩০ দিনের সময় বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছিল। তবে, পরিস্থিতি বিশ্লেষণ করে রিহ্যাবের পরিচালনা পর্ষদ গত ২৩ নভেম্বর, ২০২৫ তারিখের ১৫তম সভায় এই সময়সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক অচলাবস্থা এবং অর্থনৈতিক সংকটের কারণে নির্মাণ খাতের সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নির্মাণ সামগ্রীর সরবরাহ কমে যাওয়ায় ও দৈনন্দিন আর্থিক লেনদেন নাজুক অবস্থায় পৌঁছানোয় ডেভেলপার, জমির মালিক ও ক্রেতা সাধারণের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত পালনে গভীর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
রিহ্যাব বর্তমান পরিস্থিতিকে 'Force Majeure' বা অনিবার্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। এই ১০ মাসের বর্ধিত সময়সীমা ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে, রিহ্যাব বিদ্যমান ক্রেতা সাধারণের জন্য এই বর্ধিত সময়ের বিষয়ে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে কিস্তি প্রদানের পুনঃতফসিল করার পরামর্শ দিয়েছে। সংগঠনটি মনে করে, এই পদক্ষেপ আবাসন খাতে স্থিতিশীলতা রক্ষা করবে এবং সকল পক্ষের স্বার্থ নিশ্চিত হবে।
রিহ্যাব নেতারা আশঙ্কা করছেন, বাজার এমন থাকলে এবং অস্থিরতা না কমলে নির্মাণ খাতে জড়িত প্রায় ৫০ লাখ শ্রমিক, প্রকৌশলী, স্থপতি ও কর্মী ছাঁটাইয়ের শিকার হতে পারেন, যা পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে।