শতভাগ চার্জে কী সমস্যা হয়

অধিকাংশ ব্যবহারকারী শতভাগ চার্জ হওয়ার পরই স্মার্টফোন আন-প্লাগ করেন। কেউ কেউ আছেন, যারা সারারাত চার্জ দিয়ে থাকেন। পরামর্শকরা বলেন, ব্যাটারি ৯০ শতাংশ পর্যন্ত চার্জ দেওয়া উচিত। ফুল চার্জে অনেক সময় ব্যাটারির যে কেমিক্যাল থাকে, তার কার্যক্ষমতা কমে যায়; যার কারণে স্মার্টফোনে তাপ উৎপন্ন হয়ে হ্যান্ডসেট গরম হয়ে যায়।

ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি
ইন্টারনেট সংযুক্ত স্মার্টফোনে ইনস্টল অ্যাপ ব্যবহার না করলেও ফোনের ব্যাকগ্রাউন্ডে সেসব অ্যাপ সক্রিয় থাকে, যা ফোনের চার্জ দ্রুত নিঃশেষ করে। যার জন্য আইফোনের সেটিংস অপশনে গিয়ে জেনারেল অপশনে ট্যাপ করে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ অপশনে ক্লিক করতে হবে। ওয়াইফাই অপশন তখনই সচল রাখা উচিত, যখন অ্যাপ ব্যবহার করা প্রয়োজন। তাতে ব্যাটারি কিছুটা স্বস্তি পাবে।

বন্ধ থাকবে লোকেশন
স্মার্টফোনে যেসব অ্যাপ ব্যবহার করছেন না, তার লোকেশন বন্ধ করে দিলে ব্যাটারি খরচ বাঁচবে। সেটিংসে গিয়ে প্রাইভেসি থেকে লোকেশন সার্ভিস অপশনে কোন কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে লোকেশন ব্যবহার করতে পারবে,
তা বেছে নিতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews