গুগলের নতুন জেমিনি ২.০ ফ্ল্যাশ এআই মডেল বিতর্কের মুখে পড়েছে, কারণ ব্যবহারকারীরা এটি দিয়ে ছবি থেকে জলছাপ মুছে ফেলতে পারছেন, যার মধ্যে গেটি ইমেজেসসহ著著পত্রিকাগুলোর কপিরাইট সুরক্ষিত ছবি অন্তর্ভুক্ত। সম্প্রতি, গুগল তাদের জেমিনি ২.০ ফ্ল্যাশ মডেলের চিত্র তৈরি ও সম্পাদনা ক্ষমতা সম্প্রসারণ করেছে, যা জলছাপ মুছতে এবং জলছাপের জায়গায় ফাঁকা স্থান পূর্ণ করতে সক্ষম।

বর্তমানে গুগলের ডেভেলপার ফেসিং টুলস, যেমন এআই স্টুডিও-র মাধ্যমে অ্যাক্সেসযোগ্য এই মডেলটি এখনও "অপরীক্ষামূলক" এবং "প্রোডাকশন ব্যবহারের জন্য নয়" হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এর জলছাপ মুছে ফেলার ক্ষমতা কপিরাইট ধারকদের মধ্যে উদ্বেগ তৈরি করছে। অন্য এআই মডেলগুলোর তুলনায়, যেমন অ্যানথ্রোপিকের ক্লড ৩.৭ সনেট বা ওপেনএআই-এর GPT-৪, যেগুলো জলছাপ মুছতে নিষেধ করে, জেমিনি ২.০ ফ্ল্যাশের কোনও নিষেধাজ্ঞা নেই।

যুক্তরাষ্ট্রের কপিরাইট আইন অনুসারে, মালিকের সম্মতি ছাড়া জলছাপ মুছে ফেলা অবৈধ, তবে কিছু বিরল ব্যতিক্রম রয়েছে। গুগল জানিয়েছে যে, তাদের এআই টুলস ব্যবহার করে কপিরাইট লঙ্ঘন করা তাদের সেবার শর্তাবলীর পরিপন্থী এবং তারা মডেলটির পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহারের ক্ষেত্রে পর্যবেক্ষণ এবং ডেভেলপারদের প্রতিক্রিয়া শুনছে।

এআই এর এই ক্ষমতা কপিরাইট আইনের পরিপ্রেক্ষিতে নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং এটি ছবির মালিকানা ও কপিরাইট আইনকে কেন্দ্র করে আলোচনার ঝড় তুলেছে।

তথ্যসূত্র: https://techcrunch.com/2025/03/17/people-are-using-googles-new-ai-model-to-remove-watermarks-from-images/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews