১৮১২ সালের এই দিনে দানবীর হাজী মুহাম্মদ মহসীন মৃত্যুবরণ করেন

আজ ২৯ নভেম্বর, ২০২২, মঙ্গলবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৫২০ - স্প্যানিশ নাবিক মাজলান নতুন একটি প্রণালীর সন্ধান পান।

১৫৯৬ - রাজা দ্বিতীয় ফিলিপ সে দেশের মুদ্রা অবমূল্যায়িত করেন।

১৭৭৫ - স্যার জেমস জে অদৃশ্য কালি আবিষ্কার করেন।

১৭৯২ - মার্ক উডের করা সমগ্র কলকাতার নকশা প্রথম প্রকাশ করেন মি. বেইলি।

১৮৩৯ - গৌরীশঙ্কর তর্কবাগীশের সম্পাদনায় সাপ্তাহিক ‘সম্বাদ রসরাজ’ প্রকাশিত হয়।

১৮৯৭ - ইংল্যান্ডের সারেতে প্রথম মোটরসাইকেল রেস হয়।

১৯১০ - ট্রাফিক বাতি প্যাটেন্ট হয়।

১৯১৩ - যুগোস্লাভিয়ায় মার্শাল টিটোর নেতৃত্বে এন্টি ফ্যাসিজম ফ্রন্ট গঠিত হয়।

১৯১৮ - লিথুয়ানিয়া প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত।

১৯৩২ - সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ফ্রান্সের চুক্তি হয়।

১৯৪৪ - আলবেনিয়া নাৎসি কবল থেকে মুক্ত হয়।

১৯৪৭ - পাশ্চাত্য ও ইহুদিবাদীদের প্রভাবাধীন জাতিসংঘের সাধারণ পরিষদ, ফিলিস্তিন ভূখন্ডকে বিভক্ত করার পক্ষে রায় দেয় এবং বায়তুল মোকাদ্দাসকে জাতিসংঘের নিয়ন্ত্রণাধীন এলাকা বলে ঘোষণা করে।

১৯৮৮ - প্রলংকারী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিধ্বস্ত হয় দক্ষিনাঞ্চলের বিস্তীর্ণ জনপদ।

১৯৯৪ - নেপালে কমিউনিস্ট পার্টির নেতা মহমোহন অধিকারী প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

১৯৯৬ - সীমান্ত সমস্যা চীন ভারত চুক্তি স্বাক্ষরিত হয়।

২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

২০০৪ - বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিল-২০০৪ পাস হয়।

জন্ম:

১৪২৭ - চীনের রাজা ঝেংটংয়ে।

১৮৭৪ - পর্তুগিজ স্নায়ুতত্ত্ববিদ অ্যাগাস মোনেশ।

১৮৯৪ - রুশ ঔপন্যাসিক বোরিস পিলনিয়াক।

১৯৩২ - জ্যাক শিরাক, ফ্রান্সের রাষ্ট্রপতি।

১৯৩৬ - রসায়নে নোবেলজয়ী [১৯৮৬] তাইওয়ানজাত মার্কিন বিজ্ঞানী লু যুয়ান তেশ।

১৯৭৩ - রায়ান গিগস, একজন ওয়েলশ ফুটবলার।

১৯৭৩ - রায়ান গিগস, একজন ওয়েলশ ফুটবলার।

মৃত্যু:

১০৫৮ - ফ্রান্সের রাজা চতুর্থ ফিলিপ।

১৬৪৩ - ইটালির বিখ্যাত সঙ্গীতজ্ঞ ক্লাওদিও মোন্তেভেরদ।

১৮১২ - শিক্ষাব্রতী ও সমাজসেবী দানবীর হাজী মুহাম্মদ মহসীন।

১৯২৪ - ইটালির মিউজিক কম্পোজার জিয়াকোমো পুচিনো।

১৯৪৯ - রস-সাহিত্যিক কেদারনাথ বন্দ্যোপাধ্যায়।

১৯৮৭ - মোহাম্মদ তোয়াহা, বাংলা ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং রাজনীতিবিদ।

১৯৯৩ - ভারতের অগ্রগণ্য শিল্পপতি জি আর ডি টাটা।

২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।

২০০১ - জর্জ হ্যারিসন, বিংশ শতাব্দীর অত্যন্ত প্রতিভাবান একজন জনপ্রিয় গায়ক এবং গিটারিস্ট।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews