আগামীকাল চ্যালেঞ্জ কাপ দিয়ে নতুন ফুটবল মৌসুমের পর্দা উঠবে। এক দিনের এ আসরে বসুন্ধরা কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস ও ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান মুখোমুখি হবে। যারা জিতবে তারা চ্যাম্পিয়ন হবে। ২৯ নভেম্বর থেকে পেশাদার লিগের পর্দা উঠবে। ৩ ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। এবারও লিগের বিরতিতে ফেডারেশন কাপ হবে। বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের উপস্থিতিতে ফেডারেশন কাপের গ্রুপিং নির্ধারণ হয়। অন্য বার চার গ্রুপে আসর ভাগ করা হলেও এবার দুই গ্রুপে ভাগ হয়ে ১০ দল খেলবে। চির প্রতিদ্বন্দ্বী দুই দল মোহামেডান ও আবাহনী একই গ্রুপে খেলবে। অন্যদিকে লটারিতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি, ফর্টিস এফসি, ব্রাদার্স ইউনিয়ন ও নবাগত ঢাকা ওয়ান্ডারার্স। অন্যদিকে ‘বি’ গ্রুপে রানার্সআপ মোহামেডান, ঢাকা আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও নবাগত ইয়ংমেন্স ফকিরেরপুল। ১০ দলের মধ্যে ঢাকা আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়ন  ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছে। অন্য দুই শিরোপা জেতা ক্লাব শেখ জামাল ধানমন্ডি ও শেখ রাসেল ক্রীড়া চক্র এবার ফুটবল মৌসুমেই অংশ নিচ্ছে না।

এবার সময়ের কারণে স্বাধীনতা কাপ হচ্ছে না। জনপ্রিয় আসর সুপারকাপ মাঠে গড়ানোর কথা থাকলেও তা এবার হবে না। গেল মৌসুমে বসুন্ধরা কিংস ট্রেবল জিতেছিল। এবারও সম্ভাবনা রয়েছে। বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান বলেন, আমাদের লক্ষ্য ঘরোয়া আসরগুলো আরও আকর্ষণীয় করা। সেই সঙ্গে নতুন খেলোয়াড় বের করার পরিকল্পনা রয়েছে। দেশের ফুটবল উন্নয়নে বড় পথই হচ্ছে ঘরোয়া আসর। নতুন কমিটির অধীনে এবার খেলা হবে। আমাদের পরিকল্পনায় থাকবে লিগ ও অন্য আসরকে নিয়মিত মাঠে নামিয়ে খেলোয়াড়দের ব্যস্ত রাখা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews