জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হলো স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায় সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন আছে তাদের সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত। এছাড়াও ডাকসু, জাকসু, চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেয়া উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেয়ার মর্যাদা তারা পাবে।

সোমবার (৯ জুন) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুমিল্লা-১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

জয়নাল আবেদীন শিশির বলেন, ‘বিএনপি কেন শুধু ডিসেম্বরেই নির্বাচন চায়? এটা নিয়ে আমাদের সন্দেহ হয়। তারা এক মাস আগে নভেম্বরেও চায় না, এক মাস পর জানুয়ারিতেও চায় না? আমরা সন্দেহ করি বিএনপি ভারতের চাপে সংস্কার ও বিচার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করতে চায়। কারণ ড. ইউনূস আগামী বছর জুনের আগে সকল গুম খুনের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন, যারা এই গুম খুনের সাথে জড়িত তারাই মূলত নির্বাচনটা আগে দিয়ে এই বিচার কাজ বাধাগ্রস্ত করতে চাচ্ছে।’

জাতীয় নাগরিক পার্টির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবিরের সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন, কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews