বৃহস্পতি গ্রহ নিয়ে বিজ্ঞানীদের ধারণা সম্প্রতি পাল্টে গেছে। পেশাদার ও সৌখিন জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য নিয়ে একসঙ্গে করা এক গবেষণায় ঘটেছে এমনট।

বিজ্ঞানীরা বলছেন, গ্রহটির মেঘ সম্পর্কে আগের প্রচলিত ধারণা সঠিক নয়।

আগে ‘অ্যামোনিয়া’ বরফে তৈরি বৃহস্পতির মেঘ এমনটাই ধারণা করা হতো। তবে ‘জার্নাল অফ জিওফিজিক্যাল রিসার্চ’-এ প্রকাশিত নতুন এক গবেষণায় জানা গেছে, গ্রহটির এসব বরফের মেঘ আসলে তৈরি হতে পারে অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড ও ধোঁয়াশা দিয়ে।

এ গবেষণার জন্য চিলিতে অবস্থিত ‘ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি’র ‘ভেরি লার্জ টেলিস্কোপ’-এর ‘মাল্টি ইউনিট স্পেকট্রোস্কোপিক এক্সপ্লোরার বা মিউজ’ যন্ত্রের তথ্য ব্যবহার করেছে গবেষণা দলটি। মিউজ-এর মধ্যে থেকে বের হওয়া আলোর তরঙ্গদৈর্ঘ্য থেকে বৃহস্পতির এসব গ্যাসে থাকা বিভিন্ন যৌগ নির্ধারণ করতে স্পেকট্রোস্কোপিক বিশ্লেষণ ব্যবহার করেছে দলটি।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews