দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। উত্তরের হিমেল বাতাসে জেলায় জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার দুঃস্থ-অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ দেবীগঞ্জ উপজেলা শাখা। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেন শুভসংঘের বন্ধুরা। প্রচণ্ড শীতে কম্বল পেয়ে খুশি এলাকার মানুষ। তারা বলছেন, এবার শীতে কেউ খোঁজ না নিলেও বসুন্ধরা শুভসংঘের কম্বল পেয়ে খানিকটা হলেও আরাম পাবেন। 

শীতার্তদের মধ্যে বুলবুল নামের একজন বলেন, ‘তোমরা খুঁজি খুঁজি কম্বল দেছেন। খুব ভালো লাগিল। তোমার কম্বল পায়ে কিছুটা আরাম হবে বাড়ে। আল্লাহ তোমার ভালো করুক।’

কম্বল পেয়ে বৃদ্ধা আম্বিয়া বলেন, ‘বাবা মোর কোনো ছোয়া-পোয়া নাই, হামি গরিব একজন মানুষ কাথা কম্বল ঘরোত নাই তোমরা যে মোক কম্বল খান দিলেন এতে মোর অনেক উপকার হইল।’

বসুন্ধরা শুভসংঘের সভাপতি মো. নিয়াজ আহসান নিশাতের নেতৃত্বে অন্যান্যদের সঙ্গে কম্বল বিতরণে অংশ নেন নাহিদ সিদ্দিক বাপ্পি, জয় রায়, ইমরান সহ শুভসংঘের স্বেচ্ছাসেবী বন্ধুরা।

বিডি প্রতিদিন/নাজিম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews