ওয়েম্বলির রাতটা হয়তো এখনো আধোঘুমে তাড়া করে ফেরে নিকোলাস ফুলক্রুগ–ম্যাট হুমেলস-মার্কো রয়েসদের। মঞ্চ সাজানোই ছিল। গ্যালারি থেকে ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছিল হলুদের গর্জনও। আর মাত্র একটি ধাপ পেরোলেই মাথায় উঠত ইউরোপ–সেরার মুকুট। কিন্তু সেই ধাপটি আর পেরোনো হলো না ‘ইয়েলো–ব্ল্যাক’দের। রিয়াল মাদ্রিদের কাছে হেরে পুরোটাই হয়ে থাকল আক্ষেপের গল্প। এ আক্ষেপের উল্টো পিঠে অবশ্য ভিন্ন এক গল্পও আছে, যা না বললে পুরো চিত্রটি স্পষ্ট হবে না।

চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চকে যদি দুটি সেটে ভাগ করা হয়, তবে একটি সেটে থাকবে রিয়াল মাদ্রিদ এবং বাকি দলগুলো থাকবে অন্য সেটে। এর কারণ জানতে পরিসংখ্যানে খানিকটা চোখ বুলিয়ে নিলেই চলবে। রিয়ালের ১৫ শিরোপার বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানে শিরোপাসংখ্যা ৭। এমনকি দ্বিতীয় ও তৃতীয় দল দুটির শিরোপাসংখ্যা যোগ করলেও রিয়ালের সমান শিরোপা হয় না। এটুকুই বলে দিচ্ছে, এই মঞ্চে রিয়ালই শেষ কথা! যখন তারা বিশ্রামে যায়, তখন হয়তো বাকিরা এক–আধটু শিরোপার স্বাদ পায়। এটুকু তথ্য ডর্টমুন্ড সমর্থকদের ক্ষতে খানিকটা প্রলেপ দিলেও দিতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews