চোটের থাবায় ডেভিস কাপের আসছে ম্যাচেও খেলতে পারবেন না নোভাক জোকোভিচ। দলীয় এই টুর্নামেন্টের বাছাইপর্বের প্রথম রাউন্ড থেকে সরে দাঁড়িয়েছেন সার্বিয়ান তারকা। এটিপি র‍্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা জোকোভিচের সরে যাওয়ার কথা নিশ্চিত করেছে সার্বিয়ার টেনিস ফেডারেশন-টিএসএস।

কোপেনহেগেনে ডেনমার্কের বিপক্ষে আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত খেলবে সার্বিয়া। সেখানে দেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল জোকোভিচের। কিন্তু হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় খেলা হচ্ছে না তার। ২০১০ সালে বেলগ্রেডে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ডেভিস কাপ জিতেছিল সার্বিয়া। দেশের সেই স্মরণীয় সাফল্যে দলের অংশ ছিলেন জোকোভিচ।

গত শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে ছেলেদের প্রথম সেমি-ফাইনাল খেলার সময় এই চোট পান জোকোভিচ। এক সেট খেলেই সরে দাঁড়াতে বাধ্য হন তিনি। তাতে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পা রাখেন আলেক্সান্দার স্ফেরেফ। তাকে হারিয়ে শিরোপা ধরে রাখেন ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার।



বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews