দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ভোটে না এলে জাতীয় পার্টিকে নিয়ে মহাজোট করার কোনো প্রয়োজন দেখছে না আওয়ামী লীগ। সেক্ষেত্রে ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনের মত এবারও সংসদে বিরোধী দলটিকে বেশ কিছু আসনে ছাড় দিতে পারে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “বিএনপি নির্বাচনে না এলে আমরা মহাজোট করব না। সেক্ষেত্রে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করবে। তবে আমরা নির্দিষ্ট সিটে কোনো প্রার্থী দেব না।"

একই প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, "জাতীয় পার্টি জোটবদ্ধভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছে কি না সেটা হল বিষয়।"

মহাজোট হলে বা না হলে জাতীয় পার্টিকে কিছু আসন আওয়ামী লীগ ছাড়বে কি না– সেই প্রশ্নে তিনি বলেন, "সেই চান্স তো থাকছেই।"

২০০৮ সালের নবম সংসদ নির্বাচন থেকে তিনটি নির্বাচনের প্রতিটিতেই জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের সঙ্গে আসন সমঝোতা করেছে আওয়ামী লীগ।

এর মধ্যে নবম ও একাদশ সংসদ নির্বাচনে মহাজোট করে বিএনপি ও তার শরিকদের মোকাবিলা করেছে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা দলটি।

বিএনপি-জামায়াত জোট দশম সংসদ নির্বাচন বর্জন করার পর ১৪ দলের সঙ্গে জোট বজায় রাখে আওয়ামী লীগ। জাতীয় পার্টি জোটে না থাকলেও তারা প্রার্থী হয়েছে, এমন ২৩টি আসনে প্রার্থী দেয়নি তারা। সেসব আসনেই জয় পায় জাতীয় সংসদে গত দুইবারের প্রধান বিরোধী দলটি।

এবারও আওয়ামী লীগ ও ১৪ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জোটবদ্ধ নির্বাচনের কথা বলা হয়েছে। জাতীয় পার্টির পক্ষ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও এ ধরনের একটি চিঠি দিয়েছেন। তবে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু যে চিঠি দিয়েছেন, তাতে মহাজোট করার বিষয়ে কোনো কিছু বলা হয়নি।

কোনো নাটকীয় পরিবর্তনে বিএনপি ভোটে চলে এলে তফসিল না পাল্টালে তারা জোটবদ্ধ হতে পারবে না। কারণ, এ ক্ষেত্রে নির্বাচন কমিশনকে জানানোর যে বাধ্যবাধকতা আছে, সেই সময়সীমা শেষ হয়ে গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews