রাতের আঁধারে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও দলের চেয়ারম্যান গোলাম কাদেরের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে শনিবার পিরোজপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জাতীয় পার্টি।
পুলিশ লাইন্স সড়কে এ মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব বশির আহমেদ হাওলাদার, শহিদুল ইসলাম সোহেল, তৌনিকুল হক, হাফিজুর রহমান, আবুল কালাম শিকদার লিটন, আব্দুর রাজ্জাক হাওলাদার, কাইয়ুম শেখ, রাসেল মলিক, হাসিব মিলন, সোহেল খান, আবুল কালাম সিকদার, মীর ওমর আলী, কাইয়ুম সেখ ও রুমেল শেখ।
এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টি বানের জলে ভেসে আসা কোন দল নয় যে, ধাক্কা দিলেই পালিয়ে যাবে। আমাদের নেতাকর্মীরা কোনো সরকারের আমলে পালায়নি, এখনো পালাবে না। আমরা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর ও দলের চেয়ারম্যানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে।