কুষ্টিয়ার মিরপুরে গোশত বিক্রির পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আল আমিন (২৫) নামে এক যুবককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার (১২জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের চাঁদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন মিরপুর উপজেলার পশ্চিম রানাখড়িয়া গ্রামের মো: রবিউল সরদারের ছেলে এবং গোশত ব্যবসায়ী।

আহত লিটন সরদার একই এলাকার মরহুম রুনু সদ্দারের ছেলে।

জানা যায়, আল-আমিন ও তার বাবা রবিউল ওই এলাকায় গোশতের ব্যবসা করেন। একই এলাকার মো: আসাদুলের (৫০) কাছে বেশ কিছুদিন আগের গোশত বিক্রির ২০ হাজার টাকা পাওনা ছিল তাদের। কিন্তু আসাদুল টাকা না পরিশোধ করে তালবাহনা করছিলেন। রোববার বিকেলে রবিউল টাকা চাইলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে রাতে আসাদুল তার দুই ছেলে মো: আকুল (২০) ও মো: আকাশ (২৫) আরো কয়েকজন সাথে করে চাঁদ মার্কেটে এসে রবিউলের ওপর হামলা চালান। ওই সময় আল আমিন এবং লিটন প্রতিবাদ করলে আকুল ও আকাশের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে আল আমিন এবং লিটনকে কুপিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অপারেশন থিয়েটারে আলামিনের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানান, ধারাল কিছু দিয়ে পেটে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, ছুরিকাঘাতে আলামিন নামে একজনের মৃত্যু এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews