অটোয়া পুলিশের সহকারী কমিশনার ব্রিগেতে গভিন বলেন, এসব ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাং জড়িত। তাঁর দাবি, গ্যাংয়ের সদস্যরা ভারত সরকারের এজেন্ট হিসেবে এ কাজ করছে। তিনি আরও বলেন, একটি বিশেষ গোষ্ঠী সংঘটিত এসব অপরাধে জড়িত। সেটি হলো লরেন্স বিষ্ণোই।’
জাস্টিন ট্রুডো বিবৃতিতে বলেন, ‘পুলিশ কমিশনার ডুহমে আগেই জানিয়েছেন, ভারত সরকারের এজেন্টরা এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং এখনো জড়িত আছেন, যা কানাডার জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এসবের স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণও পুলিশের কাছে আছে।’