প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান সম্প্রতি বলিউডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন। এলোমেলো চুল, চোখে জল—এই আবেগঘন অবস্থায় নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে বলিউডকে ‘জঘন্য জায়গা’ বলে উল্লেখ করেন। কিছু সময় পর সেই ভিডিওটি মুছে দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও বন্ধ করে দেন বাবিল। কিন্তু এর মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ভিডিওতে বাবিল বলেন, “বলিউড একটা জঘন্য জায়গা। বলিউডের লোকজন খুবই রূঢ়।” তিনি আরও বলেন, “শানায়া কাপুর, অনন্যা পাণ্ডে, অর্জুন কাপুরদের মতো লোকজন বলিউডে রয়েছেন। এমনকি অরিজিৎ সিংও। আরও অনেকেই রয়েছেন। এখানে সবাই খুব রূঢ়।”

ঠিক কী কারণে এই অভিমান থেকে বাবিল এমন মন্তব্য করলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে অনুরাগীদের ধারণা, বলিউডের বৈষম্য এবং একঘরে হয়ে পড়ার অনুভূতি থেকেই বাবিল ভেঙে পড়েছেন।

আরেকটি ভিডিওতে বাবিল বলেন, “বলিউডের মতো ভুয়া জায়গা আর একটাও নেই। তবে কিছু মানুষ আছেন, যাঁরা বলিউডকে ভালো করে গড়ে তুলতে চান। আমার বলিউডকে অনেক কিছু দেওয়ার আছে।”

প্রসঙ্গত, গত সপ্তাহেই ছিল ইরফান খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী। প্রতি বছরের মতো এবারও বাবাকে স্মরণ করে বাবিল একটি পোস্ট দিয়েছিলেন ইনস্টাগ্রামে। এর পরপরই এই আবেগঘন ভিডিও প্রকাশ্যে আসে।

এই ভিডিও দেখে অনেকেই বাবিলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, “বাবিল কি নিজেকে বলিউডে একা ও একঘরে মনে করছেন?” অনুরাগীদের আহ্বান, বলিউডের সহশিল্পীদের উচিত তার পাশে দাঁড়ানো ও তাকে বোঝার চেষ্টা করা।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews