রাজধানীর খিলগাঁওয়ে ছিনতাই হওয়া একটি সবুজ রঙের টাটা পিকআপ ধামরাই থেকে উদ্ধার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ। বুধবার (৬ নভেম্বর) পিকআপটি উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘খিলগাঁওয়ের শেখের জায়গা থেকে ডিমসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় গত ৫ নভেম্বর ডিএমপির খিলগাঁও থানায় একটি ছিনতাইয়ের মামলা দায়ের হয়।’

মামলার এজাহারে বলা হয়, গত ২ নভেম্বর রাত আনুমানিক ৮টা ৪০ মিনিতে বাজিতপুর থেকে ২৫ হাজার ২০০ হাঁস ও মুরগির ডিম নিয়ে টাটা পিকআপযোগে ড্রাইভার আক্কাস মিয়া (৩৩) ও হেলপার মো. রাজিব মিয়া (১৮) ঢাকার খিলগাঁও বাজারের উদ্দেশে রওনা করে। রাত আনুমানিক আড়াইটার দিকে পিকআপটি খিলগাঁওয়ের শেখের জায়গায় আলহাজ আ. রশিদ আহমেদের বাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে একটি হলুদ রঙের পিকআপ গাড়ি নিয়ে অজ্ঞাত নামা ৩-৪ জন দুষ্কৃতকারী ডিমবাহী গাড়ির গতিরোধ করে।

তারা ড্রাইভার ও হেলপারকে পিকআপ থেকে নামিয়ে হাত-পা, মুখ বেঁধে তাদের গাড়িতে উঠিয়ে ত্রিপল দিয়ে ঢেকে রাখে। দুষ্কৃতকারীদের একজন ভিকটিমের ডিমবাহী গাড়িটি নিয়ে চলে যায়। তারা ড্রাইভার ও হেলপারকে তাদের গাড়িতে করে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ভোর আনুমানিক সাড়ে ৪টার ড্রাইভার ও হেলপারের নিকট থাকা তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাদের তেজগাঁও ফ্লাইওভারের ওপর নামিয়ে দেয়।

পরে তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাই হওয়া পিকআপটি বুধবার ধামরাই থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews