বাংলাদেশ ক্রিকেট দল ও চিটাগং কিংসের পেসার সৈয়দ খালেদ আহমেদের মা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতপরশু রাতে খালেদের মা মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে চিটাগং কিংস। দলের সঙ্গে চট্টগ্রামে থাকা খালেদ খবরটি পেয়েছেন গতকাল রাতে বিপিএলে চিটাগং-খুলনা ম্যাচের পর। ম্যাচে ২ উইকেট নেওয়া খালেদ দলের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছিলেন। চিটাগংয়ের ৪৫ রানের জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়ে যাওয়া খালেদ টিম হোটেলে ফিরে দলগত উদযাপনেও অংশ নিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই পেয়েছেন মায়ের চিরবিদায়ের খবর।
খালেদ আহমেদের বাড়ি সিলেটে। তিন দিন আগেও বিপিএলের জন্য সেখানেই ছিলেন তিনি। তবে চট্টগ্রামে পৌঁছে প্রথম ম্যাচের পরই শুনলেন দুঃসংবাদটা। চিটাগং কিংসের ফেসবুক পেজে খালেদের মায়ের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্তরে কবুল করুন।’ বিপিএলের আরেক ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের পেজ থেকেও ঘরের ছেলে খালেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
২০১৮ সালে জাতীয় দলে পা রাখা খালেদ এখন পর্যন্ত দেশের হয়ে ১৫ টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন। এবারের বিপিএলে চিটাগং কিংসের হয়ে খেলে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। যার মধ্যে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ২ উইকেট নিয়েছেন ৪ ওভারে ২৬ রান দিয়ে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews