ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে সফর শুরুর দুই দিন আগে ২৭ জন ফরাসি বামপন্থি সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির ভিসা বাতিল করেছে ইসরাইল। সফরকারী দলটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সোমবার (২১) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

এই পদক্ষেপ এমন এক সময় এলো, যখন এর কয়েক দিন আগেই ইসরাইল ব্রিটেনের শাসক দল লেবার পার্টির দুই সংসদ সদস্যের প্রবেশও বন্ধ করে দেয়।

ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির একটি আইনের অধীনে এই ভিসা বাতিল করা হয়েছে, যা অনুযায়ী যেসব ব্যক্তি ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন, তাদের প্রবেশ নিষিদ্ধ করার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।

বামপন্থি পরিবেশবাদী ও কমিউনিস্ট দলভুক্ত ১৭ জন সংসদ সদস্য এই পদক্ষেপকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর হস্তক্ষেপ দাবি করেছেন।

তারা জানান, পাঁচ দিনের এই সফরে তারা ইসরাইল ও ফিলিস্তিনি ভূখণ্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। 

সফরটি আয়োজন করেছিল জেরুজালেমে ফরাসি কনসুলেট। এই সফরের উদ্দেশ্য ছিল ‘আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তির সংস্কৃতি জোরদার করা।’

তাদের বিবৃতিতে বলা হয়, ‘প্রথমবারের মতো, আমাদের যাত্রার দুই দিন আগে, ইসরাইলি কর্তৃপক্ষ আমাদের প্রবেশ ভিসা বাতিল করেছে—যা এক মাস আগে অনুমোদিত হয়েছিল। আমরা জানতে চাই, এমন হঠাৎ সিদ্ধান্তের পেছনে কী কারণ, যা আমাদের কাছে সমষ্টিগত শাস্তির মতো মনে হচ্ছে।’

প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পরিবেশবাদী দলের জাতীয় পরিষদের সদস্য ফ্রঁসোয়া রুফাঁ, আলেক্সি কোরবিয়ের ও জুলি ওজেন, কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য সুমিয়া বুরোয়া এবং সিনেটর মারিয়ান মারগাতে। বাকিরা ছিলেন বামপন্থি দলের মেয়র ও স্থানীয় জনপ্রতিনিধি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews