প্রতি ম্যাচেই ব্যাট হাতে নিজের প্রতি দলের আস্থার প্রতিদান দিয়ে চলেছেন তরুণ ক্রিকেটার আফিফ হোসেন। সর্বশেষ দুই টি-টোয়েন্টির একটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পেয়েছেন অর্ধ-শতকের দেখা। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে তার।

আফিফের ব্যাটিং দেখতে ভালো লাগে বলে সে প্রতিদিন রান করবে এমনটাও না বলে মনে করিয়ে দিলেন পাপন। এছাড়া নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজের ভূয়সী প্রশংসা করেন বিসিবি বস।

এ নিয়ে পাপন বলেন, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে এই না সে প্রতিদিনই রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো প্লেয়ার, যাকে আমরা টি-টোয়েন্টিতে বিবেচনাই করতাম না। তার ইম্পেক্ট খেলার মধ্যে থাকে। হয়তো ক্যাচ নেয় ফিল্ডিংয়ে নাহলে ব্যাটিংয়ে, না হয় বোলিংয়ে কোথাও না কোথাও সে কিছু একটা করছেই। আমি বলছি যে আমার হাতে অনেকগুলো অপশন।'

লিটন দাসের খেলাও বিসিবি সভাপতির ভালো লাগে, এ নিয়ে পাপন বলেন, 'আমাদের টিমের কম্বিনেশনটাই বানানো যাচ্ছিলো না। আমাদের আইডিয়া ছিল কিছু কিছু নতুন ছেলে ঢোকাতে হবে। এটা ছিল প্রথম পরিকল্পনা। এরমধ্যে সাকিব ছাড়া বাকিরা একেবারের নতুন না হলেও পরের। কয়েকটা ছেলের খেলাতো অসম্ভব ভালো লাগে। লিটন দাসের খেলা যেমন ভালো লাগতো।'

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews