বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়ে নিজের কাজটা করে যাওয়ার চেষ্টা করেছেন। তাঁর উপস্থিতি দলকেও উজ্জীবিত করেছে দারুণভাবে। কর্নার নিয়েছেন, কয়েকটি ভালো থ্রু দিয়েছেন। গোলের রাস্তাও খুলেছিল তাতে। কিন্তু অন্যদের ব্যর্থতায় গোল পায়নি বাংলাদেশ।
কখনো ফাঁকা পোস্ট, কখনো শুধু গোলরক্ষক সামনে। লক্ষ্যভেদে একটু নিখুঁত হতে পারলে প্রথমার্থেই গোটা চারেক গোল পেতে পারত বাংলাদেশ। গোল আসা উচিত ছিল কিক–অফের পরই, যখন কিনা ম্যাচ পেরিয়েছে মাত্র ১৫ সেকেন্ড। ভুল করে বাংলাদেশের মিডফিল্ডার মজিবর রহমানের কাছে বল দিয়ে দিয়েছিলেন ভারতের গোলকিপার বিশাল কাইথ। পোস্ট খালি পেয়েও মজিবর পোস্টের পাশের জালে বল মেরেছেন।