সাম্প্রতিক সময়ে ছন্দে নেই বাবর আজম। তার পারফরম্যান্সের অবনমনের প্রভাব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাংকিংয়েও পড়েছে।
বুধবার র্যাংকিংয়ের সাপ্তাহিক নালনাগাদে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে ষষ্ঠ পজিশনে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। আর সাবেক অধিনায়ক বাবর আজম দুই ধাপ পিছিয়ে সপ্তম পজিশনে নেমে গেছেন।
বোলারদের র্যাংকিংয়ে ৬ ধাপ এগিয়ে ২০তম পজিশনে আছেন পাকিস্তানের তারকা পেস বোলার শাহিন শাহ আফ্রিদি।
তবে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান তারকা ট্র্যাভিস হেড। দ্বিতীয় ও তৃতীয় পজিশনে আছেন ইংলিশ ও ভারতীয় তারকা ফিল সল্ট আর তিলক ভার্মা। ইংল্যান্ডের জস বাটলার এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন।
আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন ইংলিশ তারকা আদিল রশিদ। দ্বিতীয় পজিশনে শ্রীলংকান তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা আর তৃতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ান তারকা অ্যাডাম জাম্পা।