বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন এবং মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে আজ ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চের আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, রবিবার ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশ করার পর তিন সংগঠন আরও বড় ধরনের কর্মসূচি নিয়েছে। মোনায়েম মুন্না বলেন, ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্যসন্ত্রাসের প্রতিবাদে ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছি। সকাল ৮টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লংমার্চ শুরু হবে এবং এটি আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবে।
তিনি বাংলাদেশের সকল স্তরের ছাত্র, যুবক এবং স্বেচ্ছাসেবক নেতা-কর্মীদের এই লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানান।