বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত অপরাধী চক্র ‘প্রলয় গ্যাংয়ের’ ৪ সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বিভিন্ন ‘অসামাজিক’ কাজে জড়িত থাকার অভিযোগে এই গ্যাংয়ের ১৪ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

সোমবার উপাচার্য এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের এক সভায় ‘প্রলয় গ্যাংয়ের’ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধর করে নতুন করে আলোচনায় আসে ‘প্রলয় গ্যাং’। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। এর আগেও নানা অপকর্মের কারণে সমালোচিত হয় ২০২০-২১ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থীর এই অপরাধী চক্র।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews