কয়েক বছর পূর্বেও শিশুদের জীবন ছিল অন্য রকম। প্রতিটি শিশু বেড়ে উঠছে মা শব্দটি উচ্চারণের মধ্যে দিয়ে, ভাই-বোন এবং প্রতিবেশী সমবয়সীদের সঙ্গে হেসেখেলে। ধীরে ধীরে একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশ ঘটতো পড়াশোনা ও খেলাধুলার মাধ্যমে। ফলে জাগ্রত হতো সুপ্ত মেধা, বুদ্ধি, সামাজিক শিষ্টাচার ও মূল্যবোধ। কিন্তু আজকাল তা যেনো সম্পূর্ণ বিপরীত এবং শিশুদের মাঝে সেগুলোর চিহ্ন নেই বললেই চলে। প্রযুক্তির বহু সুফল রয়েছে, কিন্তু তার সঠিক ব্যবহার না জানলে পরিণত হয় কুফলে। মোবাইল আসক্তি যেমনটা আজকালকার শিশুদের ক্ষেত্রে কুফলে পরিণত হয়েছে। বর্তমান যুগে একটি শিশু জন্ম নেয়ার পর থেকেই হাতের কাছে পায় মোবাইল। যত দিন যায়, ততই তার বাড়ে মোবাইল আসক্তি। এতে সে হারাচ্ছে তার সুপ্ত মেধা বিকাশের সুযোগ। শারীরিকভাবেও দৃষ্টি এবং শ্রবণ শক্তি কমে যাচ্ছে, পাশাপাশি মানসিক সমস্যায় ভুগছে। এতে সামাজিক মেলবন্ধন, শিষ্টাচার ও মূল্যবোধের অবক্ষয় ঘটছে। তাই প্রাপ্ত বয়সের পূর্বে কোনও শিশুর হাতে মোবাইল নয়। আপনার শিশুকে মোবাইল হতে দূরে রাখুন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখুন।

মোহাম্মদ আল-আমিন
শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews