নাটোরের গুরুদাসপুরে প্রতিমা বিসর্জনের পর হঠাৎ অসুস্থ হয়ে রহস্যজনকভাবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে আছেন আবির পাল (২৩) ও শান্ত দাস (২৪) নামের আরো দুইজন। মৃত চৈতন্য সরকার (২৫) পৌর সদরের চাঁচকৈড় বাজারপড়া মহল্লার গণেশ সরকারের ছেলে এবং কিরণ হালদার (২৯) সুকুমার হালদারের ছেলে। বিজয়া দশমীর দিন চৈতন্য, কিরণ, আবির ও শান্ত একই নৌকায় ছিলেন।
এ দিকে অতিরিক্ত মদ্যপানে চৈতন্য ও তার মামা কিরণ হালদারের মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চৈতন্য স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার ভোর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চৈতন্যের মৃত্যু হয়। দুপুরে তার লাশ দাহ করার পর অসুস্থ হয়ে পড়েন মামা কিরণ হালদারও। তাকে তাৎক্ষণিক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় মৃত্যু হয়। ছেলে ও শ্যালকের অকাল মৃত্যুতে গণেশের পরিবারে শোকের মাতম চলছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মুজাহিদুল ইসলাম বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে চৈতন্য নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।
তবে অতিরিক্ত মদ্যপানের বিষয়টি অস্বীকার করেছেন চৈতন্যের চাচাতো ভাই নরোত্তম সরকার।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, মদপানে মৃত্যুর অভিযোগ না পাওয়ায় কোনো ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।