আজ রোববার বেলা একটার দিকে প্রযোজককে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হয়, সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার জন্য ডকুমেন্টটি পেয়েছেন কি না, তিনি কোনো উত্তর দেননি। তবে অন্য প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরেকটি সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শেষ হওয়া শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি আজ সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। অনেকেই ধারণা করছেন, কোনো কারণে যদি পরিচালক ‘বরবাদ’ মুক্তি না দিতে পারেন, তাহলে ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ ঈদে মুক্তির বিকল্প ভাবা হচ্ছে।
‘বরবাদ’–এ আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।