চট্টগ্রাম: লোহাগাড়ার চুনতিতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ১০ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে রয়েছে একই পরিবারের ৫ সদস্য।



বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা।

পরিচয় পাওয়া ১০ ব্যক্তি মধ্যে একই পরিবারের ৫  সদস্য হলেন- রফিকুল ইসলাম শামীম (৪৬) ও তার স্ত্রী লুৎফুন নাহার সুমি (৩৫)।









একই মাইক্রোবাসের যাত্রী ছিলেন দিলীপ মণ্ডল (৪৩) ও সাধনা রাণী মণ্ডল (৩৭) দম্পতি। তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়। তারা দুইজনই ঘটনাস্থলে নিহত হন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তাদের কন্যা আরাধ্যা। ওই গাড়িতে থাকা ৬০ বছর বয়সী আশীষ মণ্ডলও চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সম্পর্কে দিলীপের ভাই।

তাছাড়া দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটির চালক ইউসুফ আলী (৫৫) মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। তার বাড়ি রাজধানীর দক্ষিণখানে। পাশাপাশি মুক্তার হোসেন নামে আরও ব্যক্তির মৃত্যু হয় এ দুর্ঘটনায়। তার নাম জানা গেলেও পুরো পরিচয় জানাতে পারেনি দোহাজারী হাইওয়ে পুলিশ।  

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করার পর পরিচয় শনাক্তে সময় লেগেছে। আমার যতটুকু নিশ্চিত হতে পেরেছি গাড়িটিতে একই পরিবারের ৫ সদস্য ছিল। পাশাপাশি আরও এক দম্পতি মারা গেছে এ দুর্ঘটনায়। পরিচয় জানার পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে লোহাগাড়ার জাঙ্গালিয়া চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মারা যান ১০ জন।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫

এমআর/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews