মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

‘মুক্তির একমাত্র পথ কোরআন পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় মানুষের মধ্যে শান্তি এনে দিতে পারে’ জানিয়ে (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন,‘মানুষের সৃষ্টি আইন ও শাসন দ্বারা দেশে স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের জন্ম হয়।’

বুধবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার আবুহুরাইরা আদর্শ দাখিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা বাগেরহাট জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম এ কথা বলেন।

অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, ‘ছাত্র জনতার স্বাধীনতার কাঙ্খিত সুফল পৌছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রবাসীসহ বিশিষ্টজনদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বাগেরহাট জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ।

উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মনিরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাওলানা মাকসুদ আলী খান, জামায়াত নেতা মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, মাওলানা আব্দুল ছালাম খানসহ নেতারা।

সভাশেষে জুলাইয়ের ছাত্র-জনতা গণ অভ্যুথানে শাহাদাত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামানা করে দোয়া অনুষ্ঠিত হয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews