অনেক দিনই নিজের ছায়া হয়ে থাকার পরও তাঁর টেস্ট ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণায় যে শূন্যতার অনুভব, সিদ্ধান্তটা বদলানোর জন্য সাত সাগর তেরো নদীর ওপার থেকে ব্রায়ান লারার অনুনয়—এর একটাই কারণ। আইপিএল যুগের ক্রিকেটার হয়েও, সম্ভবত ওয়ানডে ইতিহাসের সেরা ব্যাটসম্যান হওয়ার পরও বিরাট কোহলি ছিলেন টেস্ট ক্রিকেটের সত্যিকার এক দূত। মনপ্রাণ দিয়ে শুধু তা খেলেনইনি, এর মহিমার কথাও সুযোগ পেলেই প্রচার করে গেছেন।
রঙিন পোশাকে আরও কিছুদিন থাকছেন ক্রিকেট মাঠে, কিন্তু শ্বেতশুভ্র পোশাকের বিরাট কোহলি এখন থেকে থাকবেন শুধুই টেলিভিশনে দেখানো পুরোনো খেলায় আর ইউটিউবে। একটু শূন্য শূন্য তো লাগছেই!