নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রলীগ নেতাকে হত্যার উদ্দেশে গুলির ঘটনায় ইউপি সদস্য সোহেলসহ ৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪-৫ জনের নামে থানায় মামলা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে গুলিতে আহত ছাত্রলীগ নেতা কামরুল হাসান বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়,  শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী  ইউনিয়নের বালিয়াপাড়া বাজারে বাদী কামরুল হাসানের ব্যবসা প্রতিষ্ঠান উদয়ন এন্টারপ্রাইজে প্রবেশ করে পিস্তল, চাপাতি,রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশে গুলি ছুড়ে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

মামলার অন্য আসামিরা হলেন-সোহেল মেম্বারের সহযোগী সাইফুল (২৭), মাসুদ ( ২৮) হাবিবুর (২৭), শান্ত (৩০), শিপন(২৪), আল আমিন (২৮) ও মোবারক (৫৫)। তাদের বাড়ি উপজেলার বালিয়াপাড়া ও রূপগঞ্জের বিভিন্ন গ্রামে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
এমআরপি/জেএইচ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews