পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। আর সেকারণেই পাঞ্জাবেও স্থানীয় সরকার গঠন করতে যাচ্ছে নওয়াজের দল এমনটাই শোনা যাচ্ছে।

তবে পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি পিএমএল-এন। খবর জিও নিউজ।

তবে দলটির সিনেটর আজম নাজের তারার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পাঞ্জাবের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন শিগগিরই তা জানাবেন দলটির সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ।

আজম নাজেরের দাবি পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে পিএমএল-এনের জয়ী প্রার্থীর সংখ্যা ১৬০ জনে দাঁড়াবে।

যদিও পাকিস্তান নির্বাচন কমিশনের ওয়েবসাইটের  তথ্য মতে, পাঞ্জাবের প্রাদেশিক পরষিদে ২৯৭টি আসনের (১টি স্থগিত) মধ্যে নওয়াজের দল ১৩৭ আসনে জয় পেয়েছে। একক দল হিসেবে এটাই সর্বোচ্চ।

বিডি প্রতিদিন/নাজমুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews