লোমহর্ষক, হৃদয়বিদারক

রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে, মঙ্গলবার সমকালের প্রতিবেদন অনুযায়ী, যে প্রকারে ২৫ দিন যাবৎ শিকলবদ্ধ রাখিয়া দৃর্বৃত্তের দল ধর্ষণ করিয়াছে উহা লোমহর্ষকই নহে, উদ্বেগজনক। আমরা উদ্বিগ্ন, কারণ অসহায় তরুণীর উপর এত দীর্ঘ সময় নির্যাতন চলিল, এমনকি ঐ সকল নির্যাতনের ঘটনা ভিডিও করিয়া বিদেশেও পাঠানো হইল, অথচ আইনশৃঙ্খলা বাহিনী কিছুই জানিল না! দেশে বেশ শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক। এমনকি ইলেকট্রনিক যোগাযোগমাধ্যমেও নজরদারি করার বাহিনী আছে, যাহাদের বিরুদ্ধে প্রায়শ নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়। এই ঘটনা পুনরায় দেখাইয়া দিল, এই দেশে কত সহজে নারীদিগের নিরাপত্তা ও অধিকার লঙ্ঘন করা যায়।

প্রতিবেদনমতে, পিতা-মাতার বিচ্ছেদ হইবার কারণে ঐ তরুণী ঢাকায় তাহার বড় ভগ্নির বাসায় থাকিতেন। ভগ্নিপতির মাধ্যমে এক প্রবাসী আইনজীবীর সহিত তাঁহার পরিচয় হয়। উক্ত আইনজীবী দেশে আসিলে তাহার সহিত তরুণীর ঘনিষ্ঠতা হয়। পুনরায় বিদেশে যাওয়ার কালে আইনজীবী তরুণীকে আরেক নারীর সহিত থাকিবার ব্যবস্থা করিয়া দেন। আইনশৃঙ্খলা বাহিনীর বর্ণনামতে, ইহার পর তরুণী অপর এক তরুণের সহিত সংশ্লিষ্ট হইলে ক্ষিপ্ত আইনজীবী প্রবাসে থাকিয়াই আলোচ্য প্রক্রিয়ায় তরুণীকে শায়েস্তার ব্যবস্থা করেন। প্রশ্ন হইল, ভুক্তভোগী তরুণীর ভগ্নি বা স্বজনও কেন তাঁহার খোঁজ লইল না? যে ভবনে তাঁহাকে এত দিন তালাবদ্ধ করিয়া অকথ্য নির্যাতন চালানো হইল, সেই ভবনের অন্য বাসিন্দারাও কেন অনুমান করিতে পারিল না? ইহা স্পষ্টভাবে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় নির্দেশ করিতেছে। আমাদের উদ্বেগের ইহাও অন্যতম কারণ।

পিতা-মাতার বিচ্ছেদ কাঙ্ক্ষিত না হইলেও অস্বাভাবিক নহে। তাই বলিয়া সন্তান এমন নাজুক পরিস্থিতে পড়িবে– উহা মানিয়া লওয়া কঠিন। এমন সন্তানদিগের সামাজিক সুরক্ষার ব্যবস্থা থাকা প্রয়োজন বলিয়া মনে করি। আমরা চাই আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করিবে। তৎসহিত তরুণীর নিরাপত্তা ও সামাজিক সুরক্ষাও নিশ্চিত করা চাই।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews