মিত্রদের সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে পরামর্শ শুরু করেছে পিএমএল-এন এবং পিপিপি। তাই সরকার গঠন নিয়ে ইসলামাবাদে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একটি নিজস্ব বৈঠকে বসবে পিপিপি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ডন জানায়,  যদি পিপিপিসহ মিত্ররা প্রধানমন্ত্রীর পদ পিএমএল-এনের জন্য ছেড়ে দিতে রাজি হয়, তাহলে দেশের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারের পদ পিপিপিকে দেওয়া হতে পারে।

একইভাবে ডেপুটি স্পিকারের পদ দেওয়া হতে পারে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানকে (এমকিউএম-পি)। কিংবা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জিতে আসা কোনো প্রভাবশালী প্রার্থী জোট সরকারে এলে, তাকেও ডেপুটি স্পিকার করা হতে পারে।

এদিকে, রবিবার সন্ধ্যায় লাহোরে নওয়াজ শরিফ এবং পিএমএল-কিউ সভাপতি চৌধুরী সুজাতের মধ্যে পৃথকভাবে বৈঠক হওয়ার কথা ছিল। তবে তা আজ স্থগিত করা হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews