রাজধানীর কারওয়ান বাজারের ৩৪৫ বছরের পুরোনো ঐতিহ্যবাহী আম্বরশাহ শাহী মসজিদ ও মাদ্রাসার ওয়াকফ এস্টেট পরিচালনায় তিন বছর মেয়াদি পরিচালনা পরিষদ গঠন হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার সম্পাদক আতাউর রহমান সরকার। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মুনতাসীর মাহমুদ সহসাধারণ সম্পাদক হয়েছেন। ধর্ম মন্ত্রণালয়ের ওয়াকফ প্রশাসকের কার্যালয় গত ১৮ মার্চ এ পরিষদ অনুমোদন করেন।
মঙ্গলবার সাইফুল আলমের সভাপতিত্বে পরিচালনা পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল হয়। এতে স্থানীয় ব্যবসায়ীসহ হাজারো মানুষ অংশ নেন। নবগঠিত কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন। স্থানীয় জামায়াত নেতা মাওলানা আব্দুস সাত্তার নতুন কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।
আওয়ামী লীগ শাসনামলে এই মসজিদের সভাপতি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ সম্পাদক ছিলেন যুবলীগ নেতা দেওয়ান আরিফুল ইসলাম ফারুক।