বিদায় নিশ্চিত ছিল, অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। এবার তাও এসে গেল। রিয়াল মাদ্রিদকে ‘না’ বলে দিলেন লুকা মদ্রিচ। বিখ্যাত সাদা জার্সিতে আগামী মৌসুম থেকে আর দেখা যাবে না তাকে। শেষ হচ্ছে তার বার্না ব্যু অধ্যায়।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদের সাথে লুকা মদ্রিচের চুক্তি ছিল। সেই চুক্তির মেয়াদ বাড়ছে না। ইতি টানছেন দীর্ঘ এই পথচলার। ক্লাব বিশ্বকাপ শেষেই রিয়ালের জার্সিটা তুলে রাখবেন তিনি।
জীবনের ১৩ বসন্ত কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের ডেরায়। ২০১২ সালে অভিষেকের পর খেলেছেন ৫৯০টি ম্যাচ। যেখানে ছয়টি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগাসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন মদ্রিচ। আছে ৪৩টি গোলও।
এই সময়েই তিনি সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার-২০১৮ সালের ব্যালন ডি অ’র জেতেন। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান মদ্রিচ।
ক্লাব বিশ্বকাপে খেললেও ঘরের মাঠে শনিবারই খেলবেন শেষবার। সান্তিয়াগো বার্নাব্যূতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সেদিন মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
বৃহস্পতিবার (২২ মে) ইনস্টাগ্রামে নিজের বিদায়ী বার্তায় মদ্রিচ বলেন, ‘সময়টা এসে গেছে। সেই মুহূর্ত, যেটা আমি কখনোই আসতে দিতে চাইনি। তবে ফুটবল আর জীবনে সবকিছুর শুরু আছে, শেষও আছে। শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আমি আমার শেষ ম্যাচটি খেলব।’
‘ইতিহাসের সেরা ক্লাবটির সফল অধ্যায়গুলোর অংশ হতে পেরে আমি গর্বিত। ক্লাব বিশ্বকাপের পর যদিও আমি আর মাঠে এই জার্সি পরব না, তারপরও আমি সবসময় একজন মাদ্রিদিস্তা থাকব। এই ক্লাব আমার ক্যারিয়ার ও ব্যক্তিজীবন-উভয়ই বদলে দিয়েছে।’
ক্রোয়েশিয়ান এই ফুটবল জাদুকর ২০১২ সালে টটেনহ্যাম থেকে রিয়ালে আসেন। সেই ঘটনা স্মরণ করে মদ্রিচ আরো লেখেন, ‘এসেছিলাম বিশ্বের সেরা ক্লাবের জার্সি পরার আশা ও বড় কিছু করার আকাঙ্ক্ষা নিয়ে। কিন্তু এরপর যা ঘটেছে তা আমি কখনো কল্পনাও করিনি।’
এই পথচলায় তিনি খুবই তৃপ্ত জানিয়ে লিখেন, ‘এই কয়েক বছরে আমি অসাধারণ সব মুহূর্ত কাটিয়েছি। যা অসম্ভব মনে হতো, এমন সব প্রত্যাবর্তন, ফাইনাল, উদযাপন, বার্নাব্যুতে জাদুকরী সব রাত; আমরা সব কিছু জিতেছি, আর আমি খুবই সুখী ছিলাম। খুব, খুবই সুখী।’
সমর্থকদের ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘আমি কখনোই ভুলব না প্রতিটি করতালি, প্রতিটি ভালোবাসার বহিঃপ্রকাশ, যা আপনারা আমাকে দিয়েছেন। আমি বিদায় নিচ্ছি পূর্ণ হৃদয়ে। গর্বে, কৃতজ্ঞতায় ও ভুলে না যাওয়ার মতো স্মৃতিতে পরিপূর্ণ এক হৃদয় নিয়ে।’
মদ্রিচ বিদায়বার্তার শেষটা করেছেন এভাবে ‘রিয়াল মাদ্রিদ চিরকাল আমার ঘর হয়ে থাকবে। সারাজীবনের জন্য। হালা মাদ্রিদ, আর কিছু নয়।’
রিয়াল ছাড়ার ঘোষণা এলেও এখনো পরবর্তী ঠিকানা নির্ধারণ হয়নি। এদিকে একই ম্যাচ দিয়ে রিয়াল থেকে বিদায় নেয়ার কথা আগেই জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।