ওই ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় প্রধান আসামি ফাহিম খান। নাগপুর পৌর করপোরেশনের একটি দল সোমবার তাঁর বাড়িতে যায়। সেখানে বুলডোজার দিয়ে তাঁর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। করপোরেশনের দাবি, অবৈধভাবে এই বাড়ি করা হয়েছে। সরানোর জন্য বলা সত্ত্বেও তাঁরা বাড়ি সরিয়ে নেননি।
পিটিআইয়ের এক খবরে বলা হয়, ফাহিম মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা। ১৭ মার্চ ওই সহিংসতার ঘটনায় ফাহিমসহ প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ।
সূত্রের দাবি, কিছুদিন আগে নাগপুর পৌর করপোরেশন ফাহিম খানের কাছে একটি নোটিশ পাঠায়। যাতে বলা হয়, তাঁর ভবনের প্ল্যানে নানা ত্রুটি রয়েছে।